কক্সবাজারে ৪ পা ও ৩ হাতের অদ্ভুত শিশুর জন্ম

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৮:০৮ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা সদর হাসপাতালে ৪ পা ও ৩ হাত বিশিষ্ট এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে। জন্মের কয়েক ঘন্টা পর হাসপাতালেই মৃত্যু হয় শিশুটির। গতকাল মঙ্গলবার সকালে শিশুটির জন্ম হলেও দুপুরে হাসপাতালের আইসিইউতে শিশুটির মৃত্যু হয়। শিশুটি মহেশখালী উপজেলার কুতুবজোমের এক দম্পতির।
কক্সবাজার হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডাক্তার শিরিন আক্তার জাহান বলেন, সকালে অপারেশনের মাধ্যমে তার ডেলিভারি হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে শিশুটির ৪ পা ও ৩টি হাত রয়েছে। অসুস্থ শিশুটিকে আইসিইউতে রাখা হলেও দুপুরের দিকে শিশুটির মৃত্যু হয়। গর্ভকালীন বয়সে অপরিণত হওয়ায় (মাত্র ২৮ সপ্তাহ) শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। ফলে শিশুর মাকে বাঁচাতে অপারেশনের কোন বিকল্প ছিল না।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নডানার সচেতনতামূলক কর্মসূচি
পরবর্তী নিবন্ধচন্দনাইশে আগুনে পুড়ল ৪ বসতঘর