কক্সবাজারে ৩ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা, পাঠানো হলো কারাগারে

নিয়োগে জালিয়াতি

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পরীক্ষায় জালিয়াতির উদ্দেশ্যে ডিজিটাল ডিভাইস ব্যবহারের দায়ে আটক ৩ পরীক্ষার্থীর বিরুদ্ধে এসব মামলা করা হয়।

গতকাল শনিবার দুপুরে কক্সবাজার সদর থানায় মামলা দুটি করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাবলিক পরীক্ষা আইনে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমদ বাদী হয়ে একটি মামলা করেন। এই মামলায় অভিযুক্ত করা হয়েছে ফজলুল হক ও জেসমিন আক্তারকে। ফজলুল হক পেকুয়া উপজেলার উজানটিয়া এলাকার মো. আখতার হোসেনের ছেলে এবং জেসমিন আক্তার কুতুবদিয়া উপজেলার লেমশীখালী এলাকার হাবিনুল মান্নানের স্ত্রী। গত শুক্রবার পরীক্ষা চলাকালীন দক্ষিণ খুরুশকুল কেন্দ্র থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের ডিজিটাল ডিভাইসসহ আটক করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

একই আইনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সিরাজী বাদী হয়ে অপর মামলাটি করেন। এই মামলায় অভিযুক্ত ফারহানা কামরুল চকরিয়া উপজেলার শাহারঘোনা এলাকার জামাল হোসেনের মেয়ে। শুক্রবার পরীক্ষা চলাকালে কঙবাজার সিটি কলেজ কেন্দ্র থেকে তাকে ডিভাইসসহ আটক করা হয়েছিল।

কঙবাজার সদর থানার ওসি মো. ছমি উদ্দিন জানান, আটক তিনজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধওয়াশিংটনে বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূতের শপথ গ্রহণ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় সড়ক উন্নয়ন কাজে ব্যবহৃত পাইপ ভাঙচুর