কক্সবাজারে তিনদিন ধরে এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যবসায়ী নুরুল আবছার (৩৫) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বাক্কুমপাড়া এলাকার হাজী ছৈয়দ নূরের ছেলে ও খুটাখালী স্টেশনের নুর হোটেলের মালিক। গত মঙ্গলবার দুপুরে আলীকদম থেকে চকরিয়া হয়ে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে বলে জানান নিখোঁজ ব্যবসায়ীর স্বজনরা। নিখোঁজের বিষয়ে বুধবার চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ ব্যবসায়ীর ভাতিজা তারেকুল ইসলাম। তিনি জানান, তার চাচা মঙ্গলবার সাড়ে ১০টার দিকে খুটাখালী থেকে আলীকদমে যান। ফেরার পথে বিকাল সাড়ে ৩টায় চকরিয়ার হাঁসেরদীঘি এলাকা অতিক্রমকালে তার সাথে সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকে তার মোবাইল ফোনে কোন সাড়া পাওয়া যাচ্ছে না। তবে পরদিন বা গত বুধবার মোবাইল ট্র্যাকিং এ সকালে তার অবস্থান শহরতলীর কলাতলীতে পাওয়া গেছে।











