কক্সবাজারে ২ ঘণ্টা পর ফ্লাইটের অবতরণ

| মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ৫:২২ পূর্বাহ্ণ

বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর, এর আগে সেটি চট্টগ্রাম বিমানবন্দরে নেমে কিছু সময় অবস্থান করে। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মুর্তুজা গতকাল সোমবার সন্ধ্যায় এ কথা জানান।

গোলাম মুর্তুজা জানান, বাতাসের গতিবেগ স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি নির্ধারিত সময়ে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে অবতরণ করে। ঘটনার বর্ণনায় গোলাম মুর্তুজা জানান, বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। ফ্লাইটটি বিকাল ৪ টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের সময়সূচি নির্ধারিত ছিল। ফ্লাইটটি নির্ধারিত সময়ে কঙবাজার বিমানবন্দরে পৌঁছে। খবর বিডিনিউজের।

কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ওই সময়ে বাতাসের গতিবেগ স্বাভাবিক সময়ের চাইতে বেশি ছিল। কিছু সময় ধরে চেষ্টার পরও আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বৈমানিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফ্লাইটটির অবতরণ করাননি। তখন ফ্লাইটটি চট্টগ্রামে হযরত শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।

তিনি জানান, এক পর্যায়ে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দর থেকে কঙবাজারের উদ্দেশে রওনা দেয়। এরপর সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে কঙবাজার বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। সাগরে লঘুচাপের কারণে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়া পরিস্থিতি বৈরী হওয়ায় ফ্লাইটটি বিলম্বে অবতরণ করতে বাধ্য হয় বলে জানান গোলাম মুর্তুজা।

পূর্ববর্তী নিবন্ধবিক্ষোভে জ্বলছে শ্রীলঙ্কা
পরবর্তী নিবন্ধ৮ ঘণ্টা পর চট্টগ্রাম-ঢাকা ট্রেন চলাচল স্বাভাবিক