কক্সবাজারে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গত শুক্রবার রাত ১১টার দিকে শহরতলীর লিংকরোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শহরের দক্ষিণ রুমালিয়াছড়ার মাটিয়াতলী এলাকার জাকির আহাম্মদের ছেলে নাছির উদ্দিন (৩০) ও বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকার আবুল হোসেনের ছেলে মিনার হোসেন (১৭)।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশনস্) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গতকাল শনিবার কক্সবাজার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।