ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার চারটি আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ২০ জন বিভিন্ন দলের প্রার্থী এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থী।
কক্সবাজার–১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামী থেকে আবদুল্লাহ আল ফারুখ, ইসলামী আন্দোলন থেকে মো. ছরওয়ার আলম কুতুবী, গণঅধিকার পরিষদ থেকে মো. আবদুল কাদের প্রাইম এবং স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম।
কক্সবাজার–২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জামায়াতে ইসলামী থেকে এএইচএম হামিদুর রহমান আযাদ, জাতীয় পার্টি থেকে মো. মাহমুদুল করিম, ইসলামী আন্দোলন থেকে জিয়াউল হক, বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে ওবাইদুল কাদের নদভী, গণঅধিকার পরিষদ থেকে এস. এম. রোকনুজ্জামান খান এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা।
কক্সবাজার–৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে লুৎফুর রহমান কাজল, জামায়াতে ইসলামী থেকে শহীদুল আলম বাহাদুর, ইসলামী আন্দোলন থেকে আমিরুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টি থেকে জগদীশ বড়ুয়া, আমজনতার দল থেকে নুরুল আবছার এবং স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়া।
কক্সবাজার–৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে শাহজাহান চৌধুরী, জামায়াতে ইসলামী থেকে নুর আহমদ আনোয়ারী, ইসলামী আন্দোলন থেকে মাওলানা নুরুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন–এনডিএম থেকে সাইফুদ্দিন খালেদ এবং লেবার ডেমোক্রেটিক পার্টি থেকে আবদুল্লাহ আল আরাফাত।
এদিকে, ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।











