কক্সবাজারে ২০০ কোটি টাকার সরকারি জমি দখল, দুদকের অভিযান

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৭:০৭ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের কলাতলী সুগন্ধা পয়েন্টের সেই আলোচিত জমিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনদুদক। গতকাল সোমবার দুপুরে জবরদখলকৃত ২০০ কোটির এই সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনাসহ যাবতীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করেন দুদকের দল। এতে নেতৃত্ব দেন দুদক সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবু। তাদের সাথে ছিলো থানা পুলিশের একটি দল। প্রায় এক ঘণ্টা ঘটনাস্থলে অবস্থান করে অভিযুক্তদের সাথে কথা বলেন ও কাগজপত্র যাচাইবাছাই করেন দুদক কর্মকর্তা অনিক বড়ুয়া বাবুসহ অন্যান্যরা।

দুদক কর্মকর্তা অনিক বড়ুয়া বলেন, কাগজপত্র যাচাইবাছাই করে দেখা গেছে জমিটি সরকারি মালিকানাধীন। জাল দলিল ও খতিয়ান তৈরি করে জমিটি অবৈধভাবে দখল করা হয়েছে। যারা এই এই জবরদখলের সাথে জড়িত তাদের সবার বিরুদ্ধে আমাদের আইনমতে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, যদি এই জবরদখলের সাথে সরকারি কর্মকর্তাকর্মচারীও জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আইনমতো ব্যবস্থা নেয়া হবে।

এদিকে দুদকের অভিযানের সংবাদ সংগ্রহে গেলে গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশে বাধা দেন শিমুল নামের এক জবরদখলকারী। শুরুতেই গেইট বন্ধ করে দিয়ে সংবাদকর্মীদের ভেতরে প্রবেশে বাধা দেন তিনি। পরে প্রশাসনের উচ্চ পর্যায়ে যোগাযোগ করে শেষ মুহুর্তে সাংবাদিকরা প্লটের ভেতরে প্রবেশ করতে পারেন।

পূর্ববর্তী নিবন্ধমূল্যস্ফীতি কমে ৯.১৭ শতাংশ ২৬ মাসে সর্বনিম্ন
পরবর্তী নিবন্ধভাইয়ার দিকে খেয়াল রেখো