দেশের ব্লু–ইকনোমি জোরদারের লক্ষ্যে কক্সবাজারের পেঁচারদ্বীপে প্রতিষ্ঠিত বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে ২দিন ব্যাপী সমুদ্রমেলা গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। সকাল ১১টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালিযুক্ত হয়ে এ মেলা উদ্বোধন করেন। কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন রামুর পেঁচারদ্বীপস্থ প্রতিষ্ঠানটি নিজস্ব ক্যাম্পাসে এ মেলার আয়োজন করা হয়।
এই মেলায় স্থান পেয়েছে মেরি কালচার ও সমুদ্র বিজ্ঞান গবেষণা কার্যক্রম সংক্রান্ত নানা স্টল, যেখানে শিক্ষার্থীদের ব্লু–ইকোনমি ও বঙ্গোপসাগর সম্পর্কিত তথ্য জানানো হয়। এছাড়া আয়োজন করা হয়েছে নানা বিষয়ের উপর সেমিনার।
এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ক্যাম্পাসকে। মেলায় বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীদের আনা নেয়ার জন্য বাস দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর। কলকাকলীতে মুখরিত পুরো ক্যাম্পাস জুড়ে প্রাণবন্ত হয়ে উঠে বিভিন্ন ।
এর আগে বোরির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মঈনুল ইসলাম তিতাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। এসময় তিনি বলেন, বিশাল সমুদ্রকে ঘিরে উন্মোচিত হবে সুনীল অর্থনীতির দ্বার।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে–এর বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ও গবেষকগণ উপস্থিত ছিলেন। পরে ৫ম বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।