কক্সবাজারে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১০ মার্চ, ২০২১ at ৫:৪৫ পূর্বাহ্ণ

কক্সবাজারে এ যাবতকালের সর্ববৃহৎ ইয়াবার চালানসহ গ্রেপ্তার ফারুকের সহযোগী বশিরের বাড়ি থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় বশিরের ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। তবে বশিরকে আটক করতে পারেনি।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ মো. আলী নাদিম বলেন, ফারুকের সহযোগী বশিরের ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করতে পারলেও তাকে ধরতে পারিনি। তার পৈত্রিক বাড়ি নাইক্ষ্যংছড়ির জারুলিয়ায়। তাকে ধরতে অভিযান চলছে।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি কক্সবাজার শহরের নুনিয়াছড়া ও চৌফলদন্ডি ঘাটে অভিযান চালিয়ে পৌনে ১৮ লাখ ইয়াবা ও এক কোটি ৭০ লক্ষ ৬৮ হাজার ৫০০ নগদ টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উত্তর নুনিয়াছড়ার নজরুল ইসলাম ফারুক (৩৭), তার শ্বশুর আবুল কালাম (৫৫) ও শ্যালক শেখ আবদুল্লাহসহ (১৯) ৪ ইয়াবা কারবারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বিভিন্ন দফায় রিমান্ডে আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগ্রেপ্তারের ২২ দিন পর মুক্তি পেলেন কাউন্সিলর রাজিব
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু, এক পরিবারের স্বপ্নভঙ্গ