কক্সবাজারে ১৩২১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

বিজিবি কক্সবাজার রিজিয়নের অধীনে জব্দকৃত ১৩২১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় কক্সবাজার ব্যাটালিয়ন৩৪ বিজিবি’র প্রশিক্ষণ মাঠে এসব মাদক ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ইয়াবা ২ কোটি ৩৩ লাখ পিস, ক্রিস্টাল মেথ (আইস) ১৪০ কেজি, বিয়ার ৬১ হাজার ক্যান, বিভিন্ন প্রকার মদ ২২ হাজার বোতল, বিভিন্ন প্রকারের ট্যাবলেট ৮০০ পিস, সিগারেট সাড়ে ৩ লাখ প্যাকেট, ফেন্সিডিল ১৬৯ বোতল, বাংলা মদ ১৭৯৯.৩ লিটার, কোকেন সাড়ে ৪ কেজি, গাঁজা ৫২ কেজি, হেরোইন ২৬ কেজি, আফিম ৪ কেজি, এনার্জি ড্রিংকস ১৯২ ক্যান, বার্মিজ জর্দা ৫৪০ কৌটা, হুইস্কি ২ বোতল। ধ্বংসকৃত এসব মাদকের মূল্য আনুমানিক ১৩২১ কোটি টাকার বেশি।

বিজিবি জানিয়েছে, চলতি বছরের প্রথম ৭ মাসে ২ হাজার ২১৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ২ হাজার ৬৯৩ জন কারবারিসহ ৮৯৫ কোটি ৩ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে। যা থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি ১ হাজার ৩২১ কোটি টাকার এসব মাদকদ্রব্য বিজিবি ধ্বংস করলো।

মাদক ধ্বংসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিবি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকছার খান, র‌্যাব১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন, পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীদুল আলম।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাবিদ ও প্রাবন্ধিক যতীন সরকারের পরলোকগমন
পরবর্তী নিবন্ধদিলীপ বড়ুয়াকে খুঁজে পাচ্ছেন না দলের নেতাকর্মীরা : হারুন চৌধুরী