কক্সবাজারে ১২০ কোটি টাকার আইস জব্দ, আটক ৪

| রবিবার , ৭ মে, ২০২৩ at ৩:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া থেকে দেশের ইতিহাসে সর্ববৃহৎ একটি মাদকের চালান জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় চারজনকে আটক করেছে র‌্যাব।

শনিবার রাতে কক্সবাজারের উখিয়ার পালংখালি এলাকা থেকে এই আইসের চালান জব্দ করে র‌্যাব। রাতে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে আইসের একটি বড় চালান আসছে এমন খবরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের উখিয়ার পালংখালি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দেশের ইতিহাসে সবচেয়ে বড় চালান ২৪ কেজি আইস জব্দ করা হয়। জব্দ করা আইসের বাজার মূল্য প্রায় ১২০ কোটি টাকা।

এ ঘটনায় কক্সবাজার কেন্দ্রিক আইস চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউর সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বিপুল অবৈধ বালি জব্দ