কক্সবাজারে হোটেলে তরুণীর মরদেহ

১৫ দিনে ৩ তরুণীর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:০৫ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের কলাতলী হোটেলমোটেল জোনের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মেরিনা আকতার (২৫) নামের এক তরুণীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে কলাতলী মোড়স্থ সী গাজীপুর রিসোর্ট নামের একটি আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ২০২ নং কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তরুণী মেরিনা আকতার রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের মুরাপাড়া এলাকার দিনমজুর আবুল কাশেমের মেয়ে।

পুলিশ জানায়, গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ওই তরুণী রামুর জোয়ারিয়ানালার কথিত জানমন রাজীব চৌধুরীর মেয়ে জেসমিন আক্তার পরিচয়ে হোটেল সী গাজীপুর রিসোর্টের ২০২ নম্বর কক্ষটি ভাড়া নেন। মঙ্গলবার রাতে ওই হোটেল কর্তৃপক্ষের নম্বর থেকে হোটেল কক্ষে তরুণীর ঝুলন্ত মরদেহ রয়েছে বলে জানানো হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেল কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় কক্ষটি ভেতর থেকে আটকানো অবস্থায় পাওয়া যায়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর ওই তরুণীর মরদেহ গতকাল বুধবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি বলেন, প্রাথমিক তদন্তে বিষয়টি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কী কারণে তরুণীটি আত্মহত্যা করেছে, তা জানা যায়নি।

জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স জানান, মেরিনা আকতার নামের তরুণীটি জোয়ারিয়ানালার মুরাপাড়া এলাকার এক দিনমজুরের কন্যা। তার এখনও বিয়ে হয়নি। পারিবারিক মনোমালিন্যের কারণে তরুণীটি আত্মহত্যা করে থাকতে পারে ধারণা চেয়ারম্যানের।

উল্লেখ্য, এ ঘটনার মাত্র চারদিন আগে গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দশটার দিকে কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ফারজানা আকতার প্রীতি (২২) নামের নবনিবাহিত এক নারী বিউটিশিয়ানের এবং তার ১১ দিন আগে গত ২৯ আগস্ট কক্সবাজার শহরের বৈদ্যঘোনা থেকে তন্নী চৌধুরী (২১) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। গত জুলাই মাসের শুরুতে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের এবং গত ফেব্রুয়ারিতে ঝিলংজায় এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। গত বছর আগস্টে কক্সবাজার হোটেলমোটেল জোনের আবাসিক হোটেলে গলায় ফাঁস লাগিয়ে ৬দিনে ৩ জনের আত্মহত্যার ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

পূর্ববর্তী নিবন্ধ২৩টি মোবাইল ক্রেন কেনা সম্ভব হয়নি চার বছরেও
পরবর্তী নিবন্ধচকবাজারে বেকারিতে কিশোর গ্যাংয়ের ভাঙচুর