কক্সবাজার শহরে সক্রিয় কিশোর গ্যাং লিডার ‘হাসনাত বাহিনী’র প্রধান দুর্ধর্ষ সন্ত্রাসী আবুল হাসনাতকে আটক করেছে সেনাবাহিনী।
আজ রোববার ভোরে দক্ষিণ রোমালিয়ার ছড়া তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানকালে আবুল হাসনাতের বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় তৈরি ধারালো অস্ত্র এবং প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, আবুল হাসনাত হত্যা, অবৈধ অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক গুরুতর অপরাধে জড়িত একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ১টি হত্যা মামলা, ৩টি অস্ত্র মামলা, ৬টি ডাকাতি মামলা ও ৯টি অন্যান্য মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে।
অভিযান শেষে আটককৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোর গ্যাং ‘হাসনাত বাহিনী’ দীর্ঘদিন ধরে কক্সবাজার শহর ও সমুদ্র সৈকত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এ চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চলছিল। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আজ তাকে আটক করা সম্ভব হয়।
এ বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে কিশোর গ্যাং ও অপরাধী চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।












