কক্সবাজারে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১০:২৪ পূর্বাহ্ণ

কক্সবাজারে একটি হত্যা মামলায় ৩ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া একই মামলায় অপর ৩ জন আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গত মঙ্গলবার কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। একই আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রপক্ষে একই আদালতের এপিপি দীলিপ কুমার ধর মামলাটি পরিচালনা করেন।

যাবজ্জীবন প্রাপ্ত ৩ জন আসামি হলেন আবদুস শুক্কুর, মৌলানা মো. ওসমান ও আবু তাহের। একই মামলায় দণ্ডপ্রাপ্ত অপর ৩ জন আসামি হলেন আবু সৈয়দ, হেলাল উদ্দিন ও রেজাউল করিম। সব আসামির সাজা একত্রে চলবে বলে এপিপি দীলিপ কুমার ধর রায়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন। দণ্ডিত আসামিরা সকলে পলাতক রয়েছেন।

এই মামলায় ৩ আসামি মো. সোনা মিয়া, মো. সেলিম উদ্দিন ও বেলাল উদ্দিনকে বেকসুর খালাস প্রদান করা হয়। এছাড়া, একই মামলার ৩ আসামি যথাক্রমে হাজেরা খাতুন, মাহফুজা বেগম ও বশির আহমদ মৃত্যুবরণ করায় রায়ে তাদেরকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফেসবুক হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সামাজিক মাধ্যম খুলে দেয়া হয়েছে
পরবর্তী নিবন্ধটোকিও অলিম্পিকের দুঃসহ স্মৃতি ভুলে আবার আলোয় বাইলস