কক্সবাজারে স্মার্ট কার্ডে মিলছে টিসিবি পণ্য

| বুধবার , ১৮ ডিসেম্বর, ২০২৪ at ৭:০৩ অপরাহ্ণ

নিত্যপণ্যের ঊর্ধ্বগতি যখন জীবনকে নানাভাবে বিব্রত করছে, ঠিক সেই সময় নিম্নআয়ের মানুষের ভরসাস্থল হয়ে উঠেছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কয়েকটি নিত্যপণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করছে তারা সাধারণ মানুষের কাছে।

টিসিবি পণ্য নিতেও অনেক ভোগান্তিতে পড়তে হতো নিম্ম ও মধ্যবিত্তদের। তবে এবার সেই ভোগান্তি পোহাতে হবে না, স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য পাওয়া যাবে সহজেই।

বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪ ইং) বিকেলে কক্সবাজার পৌরসভার হল রুমে পৌরসভার নিম্ম আয়ের উপকারভোগী পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল।

মোহাম্মদ সোহেল নামের এক ক্রেতা জানান, টিসিবি আছে বলেই আমাদের মতো গরীব মানুষরা বেঁচে আছি। এখন চাল, সয়াবিন তেল, মশুর ডাল নিচ্ছি। যা বাজার থেকে কিনলে অনেক বেশি টাকা লাগতো। কম দামে পণ্য পাওয়ার খুশি স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা।

পৌরসভার ৪ হাজার ৫০০ জনকে এই স্মার্ট ফ্যামিলি কার্ডে আওতায় আনা হচ্ছে। তারা প্রতি লিটার ১০০ টাকায় তেল, কেজিতে ৬০ টাকায় মশুর ডাল, কেজিতে ৩০ টাকায় চাল নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক রফিকুল হক, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় প্রধান মোঃ শফিকুল ইসলাম, আনোয়ার প্রমুখ।

এতে বক্তারা বলেন, টিসিবির ডিলারদের সক্রিয়তার কারণে সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রমে এখন গতি এসেছে। প্রশাসনের নজরদারি বৃদ্ধি হওয়ায় টিসিবির এ প্রকল্পে অসহায় দরিদ্রদের আস্থা বৃদ্ধির পাশাপাশি সুফল পাচ্ছে প্রান্তিক মানুষ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
পরবর্তী নিবন্ধপেকুয়ায় গণ অধিকার নেতা ইউপি সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা