কক্সবাজারে স্বামী, স্ত্রী ও শাশুড়ি গ্রেপ্তার

পর্যটক বেশে ইয়াবা ব্যবসা

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

কক্সবাজারে পর্যটকের বেশে ইয়াবা নিতে এসে গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ধরা পড়েছে স্বামী-স্ত্রী-শাশুড়ি-শ্যালিকাসহ একই পরিবারের চারজন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার শহরের কলাতলীর ‘স্বপ্ন বিলাস’ নামের হোটেল থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতাররা হলো- গাজীপুর জয়দেবপুরের আমুনা এলাকার ইসমাইল হোসেন (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার (৩২), শাশুড়ি হোসনে আরা (৬০) ও শ্যালিকা সাবিনা আক্তার (২৫)। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান বলেন, একটি মাদক ব্যবসায়ী পরিবার পর্যটকবেশে কক্সবাজারে এসে কলাতলীর ‘স্বপ্ন বিলাস’ নামের একটি হোটেলের ৬০৩ নম্বর কক্ষে ওঠে। এরপর তারা বিপুল পরিমাণ ইয়াবা কিনে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে চারজনকে আটক করা হয়েছে। পরে তাদের ডিবি কার্যালয়ে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তিনি জানান, ডিবির জিজ্ঞাসাবাদে তারা আরো জানায় যে- পর্যটকবেশে দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার থেকে গাজীপুরে মাদক নিয়ে গিয়ে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদক আইনে মামলা রুজু করে তাদেরকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন জানান, মাদক আইনে গ্রেফতার তিন নারীসহ একই পরিবারের চারজনকে শুক্রবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা দরকার
পরবর্তী নিবন্ধদাউদ ইব্রাহিমের মাথার দাম ঘোষণা করল ভারত সরকার