কক্সবাজারে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণ, ঘাতক আটক

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের কলাতলী লাগোয়া উত্তরণ আবাসিক এলাকায় রঞ্জন চাকমা (৫৫) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রীকে ঘাতক ধর্ষণ করে বলে তিনি পুলিশের কাছে দাবি করেছেন। গত শনিবার রাত সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর কৌশলে পালানোর সময় ঘাতক বীরেল চাকমাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর ধারণা, স্ত্রীকে ধর্ষণে বাধা দেওয়ায় ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। তবে পুলিশের ধারণা, নিহত ব্যক্তির স্ত্রীর সঙ্গে অভিযুক্ত ব্যক্তির সম্পর্ক ছিল। প্রেমের সূত্র ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় ধর্ষণের আলামত সংগ্রহের জন্য নিহত ব্যক্তির স্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। পুলিশ ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত ও অভিযুক্ত দুজনের বাড়িই রাঙামাটিতে। তাঁরা আগে থেকেই পরিচিত ছিলেন। দুজনেই কক্সবাজার শহরে আনারস বিক্রি করতেন। গত শুক্রবার থেকে অভিযুক্ত ব্যক্তি সাবলেট হিসেবে নিহত ব্যক্তির বাসায় ওঠেন। শনিবার মধ্যরাতে ওই বাসা থেকে নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় তাঁরা রক্তাক্ত অবস্থায় তাঁর স্বামীকে মৃত পড়ে থাকতে দেখেন। তখন ওই নারীর পরনের কাপড়ের বিভিন্ন অংশ ছেঁড়া ছিল। পরে লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, ‘তাঁরা পূর্বপরিচিত ছিলেন। দুজন একসঙ্গে মদ্যপান করেন। এ সময়ই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। পুলিশ এ হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

পূর্ববর্তী নিবন্ধ১০ লক্ষাধিক টাকার চোরাই স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধঅবাধ-সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চায় নির্বাচন কমিশন