কক্সবাজারে স্থগিত চার ইউনিয়নে পুন:ভোটগ্রহণ

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৯:৫৩ অপরাহ্ণ

নির্বাচনী সহিংসতার কারণে স্থগিত হওয়া কক্সবাজারের চার উপজেলার চার ইউনিয়নের পাঁচ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের পর আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী কুতুবদিয়ার বড়ঘোপে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম, উখিয়ার হলদিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমরুল কায়েস চৌধুরী, টেকনাফের হোয়াইক্যং-এ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী ও সদরের খুরুশকৃলে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ছিদ্দিকী বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচনের ভোটগ্রহণের দিন সহিংসতা দেখা দিলে এসব কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছিল। আজ মঙ্গলবার চার ইউনিয়নের পাঁচ কেন্দ্রে পুন: ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে গণনার পর ফলাফল ঘোষণা করা হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকতা এসএম শাহাদৎ হোসেন।

তিনি জানান, গত ২০ সেপ্টেম্বর প্রথম দফায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দুইটি কেন্দ্র এবং কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের পিলককাটা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।

এছাড়া. গত ১১ নভেম্বর দ্বিতীয় দফায়ও কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। মঙ্গলবার এ পাঁচ কেন্দ্রে পুন:ভোটগ্রহণ করা হয়। এরফলে চার ইউনিয়নের তিনটি করে পদের বিপরীতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের স্থগিত ফলাফল পুন:ভোট গ্রহণের পর ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বড়ঘোপ ইউনিয়ন পরিষদের ১টি ভোট কেন্দ্রের পুন:নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম প্রাপ্ত ভোট ও আগে পাওয়া ভোট মিলিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। নব নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম বড়ঘোপ ইউনিয়ন পরিষদের ৫ বারের মেম্বার ছিলেন এবং তিনি বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

হোয়াইক্যং ইউনিয়নের ২টি ভোট কেন্দ্রে পুন:নির্বাচনে চশমা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। এ নিয়ে নুর আহমদ আনোয়ারী হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের টানা চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন।

উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুন:নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমরুল কায়েস চৌধুরী প্রাপ্ত ভোট ও আগে পাওয়া ভোট মিলিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল ও উখিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান।

কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুন:নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান সিদ্দিকী প্রাপ্ত ভোট এবং আগে পাওয়া ভোট মিলিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবু বকর ছিদ্দিকের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ভোট পুনঃগণনার দাবি ৮ প্রার্থীর
পরবর্তী নিবন্ধস্বপ্নের দোহাজারী সাঙ্গু সেতুতে যানবাহন চলাচল শুরু