নির্বাচনী সহিংসতার কারণে স্থগিত হওয়া কক্সবাজারের চার ইউনিয়নের পাঁচ কেন্দ্রের পুন: ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর।
প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচনের ভোটগ্রহণের দিন সহিংসতা দেখা দিলে এসব কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছিল।
এর ফলে চার ইউনিয়নের তিনটি পদের বিপরীতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের ফলাফল ঘোষণা করা হয়নি।
এসব নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ও পুলিশের গুলিতে অন্তত দুইজন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদৎ হোসেন জানান, গত ২০ সেপ্টেম্বর প্রথম দফায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দুইটি কেন্দ্র এবং কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের পিলককাটা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।
এছাড়া গত ১১ নভেম্বর দ্বিতীয় দফায়ও কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।
এ চার ইউনিয়নের পাঁচ কেন্দ্রে পুন: নির্বাচনের সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা।