কক্সবাজারে স্কুল ছাত্রীকে অপহরণ, দুই আসামির ১৪ বছরের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১৫ নভেম্বর, ২০২৪ at ৬:১৩ পূর্বাহ্ণ

কক্সবাজারে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের মামলায় ২ অপহরণকারীকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার কঙবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল১ এর বিচারক এস এম জিল্লুর রহমান এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেনসোনা মিয়া ও হাফেজ আহমদ। রায়ের সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। মামলার এজাহার সূত্র মতে, ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি কঙবাজার পৌরসভার দক্ষিণ বাহারছড়ার এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে অপহরণের শিকার হন। এ ঘটনায় ছাত্রীর বাবা কঙবাজার থানায় মামলা করেন। পরে ২০১১ সালে মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আসামিদের জেরা শেষে বিচারক এই রায় দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইদুল ইসলাম জানান, মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় নুর হোসেন নামের একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ তিন ইটভাটা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ