সার্বিক নিরাপত্তা বিবেচনায় পর্যটন নগরী কক্সবাজার সদর থানার গুরুত্ব অনেক বেশি। গত কয়েকদিন আগে সহিংসতায় এই থানায় হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। যার ফলে কার্যত অচল হয়ে পড়ে থানার কার্যক্রম। চারদিন পর সেনাবাহিনীর পাহারায় আবারও সচল হতে শুরু করেছে থানার কর্মকাণ্ড।
গতকাল শুক্রবার বিকেল ৫ টার দিকে থানা প্রাঙ্গণ পরিদর্শন করেন সেনাবাহিনীর কক্সবাজার সদরের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভির আহমেদ। তিনি থানায় ক্ষতিগ্রস্ত আসবাবপত্র, বিভিন্ন কম্পিউটার সামগ্রী, নথিপত্র দেখেন। পাশাপাশি থানায় যোগ দেয়া সদস্যদের মনোবল যোগান।
কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভির আহমেদ বলেন, সেনাবাহিনী পুলিশি কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা এবং নিরাপত্তা দেবে। জনগণের আইনি সেবা নিশ্চিত করতে আমরা একযোগে কাজ করছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশের পাশে থাকবে সেনাবাহিনী। পর্যায়ক্রমে সব থানার কাজ শুরু হবে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, সকাল থেকে থানার ১০১ জন সদস্য যোগদান করেছেন। কিন্তু যে সমস্ত নথি নষ্ট হয়েছে বা অন্যান্য সামগ্রী নষ্ট হয়েছে তা কাটিয়ে স্বাভাবিকতায় ফিরতে সময় লাগবে। তিনি আরও বলেন, আমরা জনগণের সেবক, তাদের সেবা নিশ্চিতে আমরা তাদের ডাকে সাড়া দিচ্ছি। সেনাবাহিনী সার্বক্ষণিক আমাদের সঙ্গে রয়েছে। হয়তো কিছু সময়ের পর আমরা পুরোদমে কাজ শুরু করতে পারবো।