কক্সবাজারে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ১৯ নভেম্বর, ২০২৩ at ১০:১১ পূর্বাহ্ণ

শহরের পশ্চিম টেকপাড়া থেকে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেলের মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে মসজিদ রোডস্থ স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সাল আবদুল্লাহর বাড়ি থেকে বাইকটি নিয়ে যায় চোরের দল।

সাংবাদিক আজিজ রাসেল জানান, বাইকটি প্রতিদিন বাড়ির আঙিনায় তালাবদ্ধ করে রাখি। মাঝেমধ্যে মামা ফয়সালের বাড়িতেও পার্কিং করে রাখা হয়। সেখানে নিয়মিত ৪৫টি বাইক থাকে। গত দুইদিন ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃষ্টিপাত হওয়ায় বাইকটি ওইস্থানে রাখা হয়েছিল। শহরের তারাবনিয়ার ছড়াস্থ হোসাইন মটরস শোরুম থেকে বাইকটি ২০২১ সালের ১৩ ডিসেম্বর কেনা হয়। যার ব্র্যান্ড ও মডেল হোন্ডা লিভো ডিস্ক। এবং কালার ছিল ব্লু। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) শাকিল হাসান বলেন, ‘বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে চোরের দলকে শিগগিরই আইনের আওতায় আনা হবে।’

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ নেতা বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদীর ঝুলন্ত লাশ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া সমিতি চট্টগ্রামের চক্ষু চিকিৎসা ক্যাম্প