কক্সবাজারে শিক্ষিকাকে গণধর্ষণ মামলায় ৩ আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৪:৫২ পূর্বাহ্ণ

কক্সবাজারে স্কুল শিক্ষিকা গণধর্ষণ মামলায় প্রধান অভিযুক্ত বেদার মিয়াসহ ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে র‌্যাব-১৫ এর একটি দল অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করে। গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাশ। গ্রেফতার আসামিরা হল- কক্সবাজার সদরের পিএমখালী ছনখোলা ইউনুছঘোনা এলাকার হাবিবুর রহমান ছেলে বেদার মিয়া, উত্তর পরানিয়াপাড়া এলাকার দিল মোহাম্মদ ছেলে মোস্তাক মিয়া, ঝিলংজা খরুলিয়া এলাকার রশিদ আহমেদ ছেলে মো. বেলাল উদ্দিন।
সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাশ জানান, গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষিকাকে গণধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। তাদেরকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ১৯ আগস্ট সকাল সাড়ে সাতটার দিকে রামুর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকাকে বাংলাবাজার ব্রিজ এলাকা থেকে অপহরণ করে আসামিরা একটি নির্মাণাধীন ভবনে অস্ত্রের মুখে পালাক্রমে ধর্ষণ করে। তখন ওই নারী চিৎকার ও কান্নাকাটি শুরু করলে ঘাতকরা পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী নারী সোমবার রাতে বেদার মিয়াসহ তিনজনকে আসামি করে কক্সবাজার সদর থানায় একটি মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধতিন মামলায় মাঈনুলের ১২ দিনের রিমান্ড মঞ্জুর
পরবর্তী নিবন্ধরাত ১০টার মধ্যে ঘুমাতে যাওয়ার নির্দেশনা, দুই ব্যাংক কর্মকর্তাকে শোকজ!