লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫–বি৪ বাংলাদেশের তিন দিনব্যাপী ইউনিটি– লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইয়্যুথ ক্যাম্প গত ৮ জানুয়ারি কক্সবাজার মোটেল লাবণীর মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক। ক্যাম্প উদ্বোধন করেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন গ্যাট এরিয়া লিডার সিএ৬ কে লায়ন কাজী সাইফুল ইসলাম, কাউন্সিল চেয়ারপার্সন লায়ন আশরাফ হোসেন খান হিরা, ডিজি স্পাউস লায়ন শিরিন আক্তার কাশফি, পিডিজি লায়ন কোহিনুর কামাল, আইপিডিজি স্পাউস লায়ন এস এম কামাল পাশা। অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ এ ৩’র ১ম ভাইস জেলা গভর্নর লায়ন আসাদুল্লাহ আহমেদ, লায়ন্স জেলা ৩১৫–বি৪ এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী ও ২য় ভাইস জেলা গভর্নর স্পাউস লায়ন ইয়াসমিন আক্তার ডলি, পিডিজি লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ, পিডিজি লায়ন কামরুন, পিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, পিডিজি স্পাউস লায়ন হাসিনা খান, পিডিজি স্পাউস লায়ন রাশেদা মঞ্জু, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মো. শহীদউল্লাহ, জয়েন্ট কেবিনেট ট্রেজারার লায়ন মাইনুদ্দিন জিল্লাল, জিএলটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন জাহানারা বেগম, জিইটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন আনিসুল হক চৌধুরী, ‘ইউনিটি’– লিও ইয়্যুথ ক্যাম্প এডভাইজরি কমিটির চেয়ারম্যান লায়ন সুলতানা নুরজাহান রোজী, সেক্রেটারি লায়ন খোরশেদ আনোয়ার চৌধুরী, ট্রেজারার লায়ন মো. সাইফুল ইসলাম, লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন শুভ নাজ জিনিয়া, লিও ইয়্যুথ এক্সচেঞ্জ চেয়ারপার্সন লায়ন মো. খলিলুল্লাহ চৌধুরী সাকিব। প্রাক্তন জেলা সভাপতিবৃন্দ দের মাঝে উপস্থিত ছিলেন লায়ন শাহজাদা গাজী মো. গজনবী, লায়ন মো. হেলাল উদ্দিন, লায়ন মো. আবু নাসের রনি, লায়ন মো. আবুল খায়ের, লায়ন মো. ওবায়দুর রহমান, লায়ন মো. সাইফুল করিম আরিফ, লায়ন মো. শাহরিয়ার ইকবাল, লিও ইরফান মোস্তফা, লায়ন আতিক শাহরিয়ার সাদিফ।
লিও নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মাল্টিপল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আম্মার ইসলাম রাহিল, মাল্টিপল জেলার ভাইস প্রেসিডেন্ট ফাহিম আশরাফ, লিও জেলা ৩১৫–বি৪ এর সদ্য প্রাক্তন জেলা সভাপতি লিও দীপ্ত দে, ‘ইউনিটি’– লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইয়্যুথ ক্যাম্পের ক্যাম্প চেয়ারম্যান ও জেলা সহ–সভাপতি মো. সিফাতুল ইসলাম সামি, জেলা সচিব রাফিদ মো. আহনাফ, জেলা কোষাধ্যক্ষ হোসেন মো. ইমরান নিক্সন, জেলা সহ–কোষাধ্যক্ষ নিশু জান্নাত লাকি, জিএমটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর ও ক্যাম্প কো–চেয়ারম্যান আরাফাতুল হাসান, জিএলটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর ও ক্যাম্প কো–চেয়ারম্যান পল্লব বড়ুয়া, জিএসটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর ও ক্যাম্প কো–চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ক্যাম্প কমিটির ট্রেজারার জিাহেদ হোসেন তাজেক।
ক্যাম্প সেক্রেটারি ও জেলার সহ–সচিব শেখ মুনতাসির মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিও জেলা ৩১৫–বি৪, বাংলাদেশ এর জেলা সভাপতি মো. শওকত হোসেন। লিওদের মাঝে অনুষ্ঠিত হয় দ্যা ভয়েস অফ লিওস, লিও’স গট ট্যালেন্ট, গ্রুপ শো, প্রেসিডেন্ট স্পিচ, ড্রেস ইউথ পারপাস, ক্রীড়া প্রতিযোগিতা এবং ইন্সট্যান্ট টিম ইভেন্ট প্রতিযোগিতাসমূহ। লিওদের মাঝে মোটিভেশন সেশন পরিচলনা করেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক। সমাপনী অধিবেশনে জেলা সচিব লিও রাফিদ মো. আহনাফের সঞ্চালনায় ব্যাংকুয়েট সেশন অনুষ্ঠিত হয়। ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।












