কক্সবাজারে রোহিঙ্গাসহ ২ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

ইয়াবা পাচার মামলা

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২৬ নভেম্বর, ২০২৫ at ৭:৪০ পূর্বাহ্ণ

কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গাসহ দুইজনের মৃত্যুদণ্ড ও দুই রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই মামলায় একজনকে খালাস দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কঙবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটার (পিপি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুইজন হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসনের ছেলে নূর মোস্তফা এবং কঙবাজার শহরের কুতুবদিয়া পাড়ার মৃত নজির আহমদের ছেলে সোনা মিয়া।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইজন হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত খুলু মিয়ার ছেলে আবদুল গফুর (৩৫) এবং মৃত মোহাম্মদ আলমের ছেলে মো. আইয়ুব প্রকাশ তৈয়ব। একই মামলায় রামু উপজেলার রাজারকুল এলাকার মো. ইসলামের ছেলে আবদুর রহমানকে খালাস প্রদান করা হয়েছে।

পিপি সিরাজুল ইসলাম জানিয়েছেন, ২০২০ সালের ২ মার্চ কঙবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার ইয়াবা ও একটি মাইক্রোবাসসহ ৫ জনকে আটক করে। এ ব্যাপারে রামু থানায় ডিবির ওই সময়ের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে একই বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়। এই অভিযোগ পত্রের প্রেক্ষিতে আদালত বিচারকার্যক্রম শুরু করে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজনকে খালাস, ২ জনকে মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবন সাজা প্রদান করে মঙ্গলবার রায় ঘোষণা করে আদালত।

পিপি বলেন, বিচারকার্য চলাকালীন অভিযুক্ত ৫ জনই নানাভাবে জামিন পান। এরপর থেকে ৪ জন পলাতক ছিল। রায় ঘোষণাকালে খালাসপ্রাপ্ত আবদুর রহমান আদালতে উপস্থিত থাকলেও অপর ৪ জন উপস্থিত ছিল না।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে বাংলাদেশ দল