কক্সবাজারে রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৭:৫৪ পূর্বাহ্ণ

গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে কক্সবাজারের কলাতলীতে কেএফসি, পিৎজা হাট এবং ইসরায়েলি পণ্যের সাইনবোর্ড থাকা কয়েকটি রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। গতকাল মঙ্গলবার ভাঙচুর হওয়া পানসি রেস্তোরাঁর মালিক নুরুল আলম চৌধুরী বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে। তবে মামলার আগেই ভিডিও ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, সোমবার দুপুরে কঙবাজার শহরে আয়োজিত একটি মিছিল থেকে কলাতলী এলাকায় কয়েকটি রেস্টুরেন্টে ভাংচুর করা হয়। এর প্রেক্ষিতে এক রেস্তোরাঁ মালিক বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। হামলাভাংচুরের ভিডিও দেখে মামলার আগেই একজনকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কঙবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল জানান, ইসরায়েলি পণ্য রাখার অজুহাতে কেএফসি, পিৎজা হাট, কাঁচা লংকা রেস্টুরেন্ট, পানসি রেস্টুরেন্ট এবং মেরিন ফুড রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয়। এসময় ভাঙা কাঁচ লেগে কয়েকজন পর্যটকও আহত হয়েছেন। এছাড়া কলাতলীর মোড় থেকে পর্যটন জোনের যেখানে এমন সাইনবোর্ড ছিল তার সবকটিতে ভাংচুর চালানো হয়।

পূর্ববর্তী নিবন্ধনিউমার্কেটে হাজী বিরিয়ানিকে লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধগাজায় গণহত্যার প্রতিবাদ, নগরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল