কক্সবাজারে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় তিনজন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৭ মে, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতারে করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতের বিভিন্ন সময় পৃথক অভিযান চালিয়ে সদর মডেল থানা পুলিশ এ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের নুরপাড়ার মোহাম্মদ কায়সারের পুত্র আনোয়ার শাকিল (২৪), ঝিলংজা দক্ষিণ মুহুরীপাড়ার মমিনুল হকের পুত্র ও ও কক্সবাজার কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শরীফ হোসাইন (২৭) এবং কক্সবাজার শহর এক নম্বর ওয়ার্ডের মৃত মঞ্জুর আলমের পুত্র ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইলিয়াস খান জানিয়েছেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে যুবলীগের ব্যানারে অবৈধ ঝটিকা মিছিল করার ঘটনায় মঙ্গলবার রাতে পৃথক পৃথক অভিযান চালায় পুলিশের একাধিক দল। অভিযানে রাত পৌনে ১২ দিকে আনোয়ার শাকিল ও শরীফ হোসেনকে একসাথে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশের দল।

অন্যদিকে আরেকটি অভিযানে কক্সবাজার শহরের ওয়ার্ড থেকে যুবলীগ নেতা আনিসুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতার তিন জনকে থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আমি কোথাও ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি। বলছি আরো জানান, জটিকা মিছিলের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশের অর্থনীতির মেরুদণ্ড রেমিটেন্স
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যসায়ীর মৃত্যু