কক্সবাজার শহরের পর্যটন জোন কলাতলীতে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ইমাম উদ্দীন (৩৫) নামের এক হোটেল নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। গতকাল সোমবার ইফতারের পর হোটেল ওশ্যান প্যারাডাইসের সামনে এই ঘটনা ঘটে। নিহত ইমাম উদ্দীনের বাড়ি সিলেট জেলায়। তিনি ওশ্যান প্যারাডাইসের নিরাপত্তারক্ষী ছিলেন।
এই ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হোটের ওশ্যান প্যারাডাইসের জনসংযোগ কর্মকর্তা সায়ীদ আলমগীর জানান, কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য হোটেল থেকে বের হয়ে রাস্তায় নামতেই একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাত্র তিন মাস আগে ইমাম উদ্দীনের অন্তঃসত্ত্বা স্ত্রী মারা যায়। এর কয়েকদিন আগে মাকে হারান এই হতভাগ্য যুবক। এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস খান বলেন, দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এই ব্যক্তি নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এই ঘটনায় ওই মোটরসাইকেলের আরোহী তিনজনকে আটক করা হয়েছে।