কক্সবাজারে মেম্বার প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ

| শনিবার , ৬ নভেম্বর, ২০২১ at ৮:৪৮ পূর্বাহ্ণ

কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য কুদরত উল্লাহ সিকদার (৪৩) ও তার বড় ভাই জাতীয় শ্রমিকলীগের কক্সবাজার জেলা সভাপতি জহির উল্লাহ সিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শহরের লিংক রোডে অবস্থিত নিজ অফিসে গিয়ে দুর্বৃত্তরা গুলি চালায়। খবর বাংলানিউজের।
জাতীয় শ্রমিকলীগের কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক শফি উল্লাহ আনসারি তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, হত্যার উদ্দেশে তাকে গুলি করে দুর্বৃত্তরা। কুদরত উল্লাহ সিকদার (৪৩) কক্সবাজার সদরে ঝিলংজা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী।

পূর্ববর্তী নিবন্ধতেলের মূল্যবৃদ্ধি: ভোগ্যপণ্যের বাজারে কেমন প্রভাব পড়বে
পরবর্তী নিবন্ধআমরা কেন জিম্মি হব আমাদের কী দোষ