ধর্মীয় ভাবগাম্ভীর্যতা ও বর্ণাঢ্য আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপিত হয়েছে। গত সোমবার সকালে মাদ্রাসা–এ তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া প্রাঙ্গণ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজারের যৌথ উদ্যোগে বের করা হয় বিশাল জুলুসের র্যালি। এতে নেতৃত্ব দেন কক্সবাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শওকত ওসমান ফারুক।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় ৩০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। সবার হাতে শোভা পায় ধর্মীয়, জাতীয় ও ফিলিস্তিনের পতাকা, প্লেকার্ড, পেস্টুন ও ব্যানার। বর্ণিলভাবে সাজানো হয় র্যালিতে অংশ নেয়া ছোট–বড় যানবাহন। পরে মরহুম নুরুল ইসলাম চিশতির বাড়িতে মিলাদ, মোনাজাত ও তবররুক বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ঈদে মিলাদুন্নবী (দ.) এর কর্মসূচি।