কক্সবাজারে মাহিন গ্রুপের দুই সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

কক্সবাজার সদর থানাধীন দক্ষিণ ঘোনাপাড়া ও বাদশা ঘোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী গোষ্ঠী ‘মাহিন গ্রুপের’ দুই সদস্যকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব১৫।

র‌্যাব জানায়, ক্রমাগত মাদক ও অস্ত্রবিরোধী অভিযান এবং গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোনাপাড়ায় মাহিন ফারাবীর বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে মঙ্গলবার ভোরে র‌্যাব১৫ সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মো. আবুল কাশেম ওরফে কালুকে (২০) আটক করা হয়। পরে তার দেখানো মতে মাহিন ফারাবীর বাড়ির পেছন থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি কিরিচ ও একটি রামদা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত কালু প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, এসব অস্ত্র তিনি একই গ্রুপের সদস্য মো. ইমরান (১৯) এর কাছ থেকে সংগ্রহ করেছেন এবং ইমরানের কাছে আরও অস্ত্র রয়েছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব বাদশা ঘোনাপাড়ায় অভিযান চালিয়ে ইমরানকে একটি দেশীয় এলজি ও একটি স্মার্টফোনসহ গ্রেপ্তার করে।

র‌্যাব১৫ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে সীমান্তবর্তী এলাকা থেকে গোপনে অস্ত্র সংগ্রহ করে কঙবাজার সদরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে কঙবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশি স্ত্রীর পরিবারের বিরুদ্ধে মার্কিন স্বামীকে মারধরের মামলায় পুনঃতদন্ত হবে
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার