কক্সবাজারে মাদক মামলায় ২ আসামীর যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:৪৪ পূর্বাহ্ণ

৭০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাচারের মামলায় ২ জন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড, একইসাথে প্রত্যেককে ৪০ হাজার করে অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিজ্ঞ বিচারক নিশাত সুলতানা এ রায় দেন। দণ্ডিত আসামীরা হলোকক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াক্ষ্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমতলী এলাকার মৃত ফু অং চাকমা ও রং মাচিং চাকমার ছেলে রাহুল চাকমা (৩১) এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাতুরীখোলা এলাকার বাচিং চাকমা ও মৃত কিনাউ চাকমার ছেলে জীবন চাকমা (২৪)। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামী রাহুল চাকমা আদালতে উপস্থিত ছিলেন এবং অপর দণ্ডিত আসামী জীবন চাকমা পলাতক রয়েছে। রাষ্ট্র পক্ষে একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আহমদ কবির এবং আসামীদের পক্ষে অ্যাডভোকেট তাজমিন হুদা চৌধুরী সেতু মামলাটি পরিচালনা করেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া পৌরসভা সমন্বয় কমিটির সভা
পরবর্তী নিবন্ধবান্দরবানে গ্রেপ্তার পাড়া প্রধান কারাগারে