কক্সবাজারে মাইক্রোর সাথে দুই টমটমের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২৩ জুলাই, ২০২৩ at ৪:৫৭ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের কলাতলী সড়কে মাইক্রোবাস ও দুই অটোরিকশার (টমটম) ত্রিমুখী সংঘর্ষে আলম রায়হান (২৯) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবক মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরার ঘোনা এলাকার আব্দুল গনির ছেলে। আহতদের সকলেই দুই টমটমের যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শহরের হোটেল মোটেল জোন থেকে একটি মাইক্রোবাস এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। পরে পেছনে থাকা আরও একটি অটোরিকশা ধাক্কা দেয়। এ সময় অটোরিকশা দুইটি দুমড়েমুচড়ে যায়। এতে আলম রায়হান নামের এক যুবক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধবাগেরহাট থেকে কিশোরীকে অপহরণ, চট্টগ্রামে উদ্ধার
পরবর্তী নিবন্ধবাংলাদেশ এখন বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের কেস স্টাডি