কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তর শরীফপাড়ায় চাচার হাতে খুন হয়েছে চার বছর বয়সী ফাতেমা।
রামু থানার ওসি আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আজাদীকে জানান, ১০ সেপ্টেম্বর (বুধবার) রাত ৯টা ২৫ মিনিটের সময় আসামি নুরুল হাকিম (২৫) আপন ভাবির কাছে গাঁজা সেবনের জন্য টাকা চেয়ে ব্যর্থ হওয়ার পর ক্ষিপ্ত হয়ে আপনার ভাতিজি ফাতেমা (৩)-এর মাথার তালু বরাবর দা দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি গুরুতর আহত হয়।
পরবর্তীতে মুমূর্ষ অবস্থায় তাকে দ্রুত পার্শ্ববর্তী আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আসামি নুরুল হাকিমকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে ঘিরে শোক ও ক্ষোভ চরমে। তারা কর্তৃপক্ষের কাছে দ্রুত ন্যায়বিচার ও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধের জন্য কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।