কক্সবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আজাদী অনলাইন | রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৩:২৯ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে জমি বিরোধের জের ধরে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ হলে ছোট ভাই মো. হোছন নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক ভাই দেলোয়ার হোসেনসহ আহত হয়েছেন আরও ২ জন।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার সাবরাং ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম বলেন, পারিবারিক বিরোধ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজারে পাঠিয়েছেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভাইদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদ থেকে প্রতিবেশি শিশুকে অপহরণ, যুবক ধরা
পরবর্তী নিবন্ধবান্দরবানের রুমায় সশস্ত্র সংগঠন কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার