কক্সবাজার পৌরসভার বাদশাঘোনা এলাকা থেকে বিরল প্রজাতির একটি গুঁইসাপ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রাণীটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছেন কক্সবাজার ছাত্রদল নেতা নজরুল ইসলাম। উদ্ধার হওয়া গুঁইসাপটির ওজন প্রায় ১৪ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ৪ ফুট। বন বিভাগের কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক বলেন, সুস্থ গুঁইসাপটি প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে। ছাত্রদল নেতা নজরুল ইসলাম বলেন, প্রকৃতির প্রতিটি প্রাণী আমাদের পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। বিপন্ন বা বন্যপ্রাণী দেখলে হত্যা বা ক্ষতি না করে নিরাপদে সংরক্ষণ ও হস্তান্তর করা সবার নৈতিক দায়িত্ব। আমি চাই, সবাই এই বিষয়ে সচেতন হোক এবং বন্যপ্রাণী রক্ষায় এগিয়ে আসুক।