কক্সবাজারে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

কক্সবাজার প্রতিনিধি  | শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলি এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ তিনজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব১৫।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দরিয়ানগর ব্রিজের উত্তর পাশে নিউ চিশতিয়া হ্যাচারির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার র‌্যাব১৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

অভিযানে জব্দ করা হয়েছে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৬১ রাউন্ড তাজা গুলি, ৮টি পিস্তলের কার্তুজ, একটি ইজিবাইক, তিনটি মোবাইল ফোন এবং নগদ সাড়ে ১২শ টাকা। গ্রেফতার হওয়া তিন অস্ত্র ব্যবসায়ী হলেনমহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাঝার ডেইল এলাকায় শাহ আলম (৪০), একই ইউনিয়নের দেবাঙ্গা পাড়ার বাসিন্দা আদিল ওরফে আদিল্লা (৩৫) ও উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া এলাকার বাসিন্দা আব্দুল জলিল (২৯)

র‌্যাব১৫ সূত্র জানায়, গ্রেফতারকৃত শাহ আলম দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি অজ্ঞাত অস্ত্র সরবরাহকারীদের কাছ থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করেন। এরপর বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে অটোচালক আব্দুল জলিলকে ব্যবহার করে এসব অস্ত্র ও গুলি কঙবাজার শহরের নির্ধারিত স্থানে পৌঁছে দিতেন। অভিযানের দিন শাহ আলম ও আদিল, অটোচালক জলিলের মাধ্যমে মাদারবুনিয়া এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে দরিয়ানগর সড়কে আসেন। র‌্যাব১৫ সেখানে আগে থেকেই অবস্থান নেয় এবং তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা শিশুদের পাঠদান আবার শুরু স্থানীয় শিক্ষকদের পুনর্বহালের আশ্বাস
পরবর্তী নিবন্ধসুষ্ঠু নির্বাচনের আগে প্রয়োজন রাজনৈতিক সংস্কার : জামায়াত আমির