কক্সবাজারে বিক্ষোভ, পাঁচ প্রতিষ্ঠান ভাঙচুর

ফিলিস্তিনে গণহত্যা

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৬:৪৫ পূর্বাহ্ণ

ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনবাসীর প্রতি সংহতি জানিয়ে কক্সবাজারজুড়ে প্রতিবাদ মিছিল করেছে ছাত্রজনতা। গতকাল সোমবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহর এবং বিভিন্ন উপজেলায় পৃথকভাবে এসব প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলগুলো বিভিন্ন স্থান থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কক্সবাজার হোটেলমোটেল জোন এলাকায় কেএফসি ও পিৎজা হাটসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা।

জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে একটি বিশাল বিক্ষোভ মিছিল প্রধান সড়কের হলিডে মোড় হয়ে কলাতলীতে যায়। পরে কলাতলী ডলফিন মোড়ে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। মিছিলটি সেখানে যাওয়ার পথে কলাতলীর প্রধান সড়কে একই ভবনে অবস্থিত খাবারের প্রতিষ্ঠান কেএফসি, পিৎজা হাটে একযোগে হামলা চালায় বিক্ষোভকারীরা। এ সময় তারা দুই প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায়। একই সময়ে বিচ্ছিন্নভাবে পানসি, কাঁচা লংকা ও মেরিন ফুড রেস্টুরেন্টে ব্যাপক ভাংচুর চালানো হয়।

এ ব্যাপারে কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল বলেন, ইজরায়েলি পণ্য রাখার অজুহাত দেখিয়ে কেএফসি, পিৎজা হাটের পাশাপাশি কাঁচা লংকা, পানসি রেস্টুরেন্ট এবং মেরিন ফুড রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয়। এ সময় কয়েকজন পর্যটক আহত হয়েছেন। তিনি বলেন, এমন ঘটনা কঙবাজারের পর্যটনের জন্য অশনি সংকেত। ভাঙচুর করে পর্যটকদের আহত করা অন্যায় হয়েছে।

কঙবাজার পিৎজা হাটের ইনচার্জ পারভেজ মিয়া বলেন, হঠাৎ মিছিল থেকে ইট পাটকেল মারা শুরু করে কেএফসি লক্ষ্য করে। তবে কেএফসির ওপরের ফ্লোরে হওয়ায় এনব এসে পড়ে পিৎজা হাটে। আমাদের বেশকিছু কাঁচ এবং যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আপাতত রেস্টুরেন্ট বন্ধ রেখেছি।

কাঁচা লংকা রেস্টুরেন্টের ম্যানেজার ফিরোজ আহমেদ বলেন, রেস্তোরাঁর সাইনবোর্ডে সেভেন আপের বিজ্ঞাপন ছিলো। এই অজুহাতে আমাদের রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয়। আমরাও তো ফিলিস্তিনকে সাপোর্ট করি। আমাদের বললে আমরা সাইনবোর্ড সরিয়ে ফেলতাম। কেন রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হলো?

কঙবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান জানিয়েছেন, পুলিশ মিছিলের আগে ও পিছে ছিল। মিছিলের দৈর্ঘ্য বেশি হওয়ায় মাঝখান থেকে কিছু অতি উৎসাহী মানুষ ইসরায়েলের পণ্য রাখার অভিযোগে কয়েকটি রেস্টুরেন্টে পেপসির সাইনবোর্ড নামিয়ে ফেলেছে। ঢিল ছোঁড়ার ঘটনা ঘটেছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক
পরবর্তী নিবন্ধআরসা প্রধান আতাউল্লার জামিন নামঞ্জুর