কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. সিরাজুল ইসলাম জানান, আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টায় উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিডিনিউজ
নিহতরা হলেন চকরিয়া উপজেলার ডুলহাজারা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মাইক্রোবাস চালক এনামুল হক (২২) ও পেকুয়া উপজেলার শিলখালী এলাকার চাঁন মিয়ার ছেলে আবু তালেব (৪০)।
আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানান জানিয়েছেন এসআই সিরাজুল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, “এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।”
এ সময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা একজনকে মৃত ঘোষণা করেন বলে জানান সিরাজুল ইসলাম।
তিনি বলেন, “দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছে। আর নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”