কক্সবাজারে বাস-অটোরিক্সা সংঘর্ষে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৪:৩১ অপরাহ্ণ

কক্সবাজার-টেকনাফ সড়কের রামু পানেরছড়া এলাকায় সিএনজি অটোরিক্সা ও বাসের মুখোমুখী সংর্ঘষে মোঃ রায়হান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সিএনজি অটোরিক্সার যাত্রী ছিলেন।

আজ সোমবার (১৭ মার্চ) দুপুর আড়াটার দিকে এই ঘটনা ঘটে। নিহত যুবক উখিয়া উপজেলার রাজাপাংলয়ের উত্তর পুকুরিয়া এলাকার মৃত আবু তাহেরের পুত্র।

রামু হাইওয়ের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, কক্সবাজার-টেকনাফ সড়কের পানেরছড়া এলাকায় কক্সবাজার থেকে উখিয়ামুখী একটি পালকি বাসের সাথে উখিয়া থেকে কক্সবাজার একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ হয়।

পালকি বাসের ধাক্কায় ধুমড়ে-মুচড়ে যায় অটোরিক্সাটি। এতে ঘটনাস্থলেই মারা যায় অটোক্সিার যাত্রী মোঃ রায়হান এবং আরো দুই যাত্রী আহত হয়েছেন।

ওসি মোঃ নাছির উদ্দীন বলেন, ‘ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধসেমাই তৈরির কারখানায় ঘুরছে তেলাপোকা, অভিযানে ধরা
পরবর্তী নিবন্ধনৌবাহিনীর অভিযানে মাদক কারবারি জাহাঙ্গির গ্রেফতার