কুষ্টিয়া থেকে কক্সবাজারে আসা একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৫ কেজি ৬৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সদরের ঝিলংজা ইউনিয়নের বাংলা বাজার এলাকায় বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন এসব হেরোইন উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, গোপন সংবাদে জানা যায়, কুষ্টিয়া থেকে একটি হেরোইনের চালান কক্সবাজারের দিকে আসছে। ওই সংবাদে শুক্রবার সকালে বাংলা বাজার এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। পরে কুষ্টিয়া থেকে আসা একটি বাসে তল্লাশি করে ৫ কেজি ৬৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।












