কক্সবাজারে বাসের ধাক্কায় টমটম যাত্রী নিহত

শাহেদ মিজান, কক্সবাজার | বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ১:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওতে বাসের ধাক্কায় এক টমটমের (ইজবাইক) যাত্রী নিহত হয়েছে। তার নাম শফি আলম (১৪)। সে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকার মোঃ নুরু প্রকাশ লালুর পুত্র।

আজ বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মেহেদি হাসান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, একটি টমটম ও একটি স্ক্র্যাব মালবাহী ভ্যান একসাথে কক্সবাজার অভিমুখে যাচ্ছিল। এসময় কক্সবাজার অভিমুখী একটি বাস টমটমের পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় টমটমটি দুমড়ে মুচড়ে যায়। এতে যাত্রী কিশোরটি ঘটনাস্থলেই মারা যায় এবং আরো দুই যাত্রী গুরুতর আহত হয়।

ওসি মেহেদি হাসান বলেন, ‘ধাক্কা দিয়ে বাসটি পালিয়ে যায়। তাই কোন কোম্পানির বাস সেটিও সনাক্ত করা যায়। আহত দু’জনকে হাসপাতালে নেয়া হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসনে দল-মত নির্বিশেষে একযোগে কাজ করতে হবে : মেয়র
পরবর্তী নিবন্ধইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও দুই সহযোগি আটক