কক্সবাজারের বাঁকখালী নদী থেকে ইলিয়াছ (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় মাঝির ঘাট পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ।
ইলিয়াছ সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের নুর মোহাম্মদের পুত্র। সে আশ্রয়ণ প্রকল্পের সোপান বিল্ডিংয়ের ৪০১ নম্বর ফ্ল্যাটে বসবাস করতো।
জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি রাত ১০ টার দিকে ৪/৫ জন বন্ধুদের নিয়ে খুরুশকুল নতুন সেতুতে আড্ডা দিচ্ছিলেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম টহলে যায়। টহল টিমকে দেখেই সেতুর উপর থেকে লাফ দেয় ইলিয়াছ।
দুইদিন পর মাঝির ঘাট পয়েন্টে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয় এক জেলে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “সম্ভবত সাঁতার না জানায় তাঁর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। “