কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে নৌকা ডুবে একজন নিহত ও অপরজন নিখোঁজ রয়েছেন।
রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের ৬নং বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নৌকা ডুবে দুইজন নিখোঁজ হয়ে যান।
এর মধ্যে আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মো. ইউনুস (৩৫) প্রকাশ লালু নামের একজনের মৃতদেহ উদ্ধার হলেও মো. বেলাল (২২) এখনও নিখোঁজ রয়েছেন।
নিহত লালু শহরের নতুন বাহারছড়া সেন্ট্রাল ফিশারি এলাকার নুরুল আবছারের ছেলে। তার মৃতদেহ সোমবার আছরের নামাজের পর জানাযা শেষে দাফন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা জুলফিকার আলী জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় তিনজন বাসিন্দা শখের বশে নৌকা নিয়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে যান কিন্তু তাদের বহনকারী নৌকাটি নদীর মাঝ বরাবর যেতেই প্রবল স্রোতে ডুবে যায়।
এসময় আব্দু শুক্কুর নামের একজন সাঁতার কেটে কুলে ফিরতে সক্ষম হলেও মো. ইউনুস ও মো. বেলাল নিখোঁজ হয়ে যান। ঘটনার ১৪ ঘণ্টা পর ইউনুসের লাশ পাওয়া গেলেও বেলাল এখনও নিখোঁজ রয়েছেন।
স্থানীয়রা জানান, তারা পেশাদার জেলে নয়। তাই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
কক্সবাজার দমকল বিভাগের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ঘটনার পর পরই তারা উদ্ধার তৎপরতা শুরু করেন। এর মধ্যে বেলা দেড়টার দিকে একজনের মৃতদেহ উদ্ধার হলেও অপরজনের এখনও সন্ধান মেলেনি। তার সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।