কক্সবাজারে বর্ষবরণের নানা আয়োজন

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ১৪ এপ্রিল, ২০২৫ at ৬:৫৬ পূর্বাহ্ণ

নতুন বাংলা বর্ষ ১৪৩২কে বরণ করতে নানা আয়োজন করা হয়েছে পর্যটন নগরী কক্সবাজারে। জেলা প্রশাসন, শহরের হোটেলমোটেল, রিসোর্টে এসব আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে কঙবাজারে লাখো পর্যটক সমাগম হবে বলে আশা করছেন হোটেলমোটেল ও রিসোর্টের মালিকরা। পর্যটনসংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি থেকে গতকাল পর্যন্ত ১২ লাখের বেশি পর্যটক কঙবাজার ভ্রমণে এসেছেন।

বাংলা নববর্ষকে বরণ উপলক্ষে কঙবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে উন্মুক্ত মঞ্চে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদ। তিনি বলেন, কঙবাজার ভ্রমণে আসা পর্যটকদের বিনোদনের জন্যে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে গ্রামীণ বাংলার ঐতিহ্য তুলে ধরা হবে। পাশাপাশি জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের নেতৃত্বে র‌্যালি বের করা হবে। এতে জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিকসাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করবেন। এদিকে নববর্ষকে বরণ করতে শহরের তারকামানের হোটেলরিসোর্টগুলোতে রয়েছে নানা আয়োজন। জেলা হোটেলমোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, পহেলা বৈশাখকে সামনে রেখে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে ট্যুরিস্ট পুলিশের কঙবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, বাংলা নববর্ষ বরণে লাখো পর্যটক সমাগম হবে সমুদ্রসৈকতে। বিপুল পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ কয়েকস্তরের নিরাপত্তা জোরদার করেছে।

পূর্ববর্তী নিবন্ধনুরুল কবির
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা এলডিপির বর্ধিত সভা