কক্সবাজার সদরের পিএমখালীর মাছুয়াখালীতে পানি না পেয়ে পুকুরে গোসল করতে গিয়ে গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গৃহকর্মী রামু রাজারকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নয়া পাড়ার মৃত হামিদুল হকের মেয়ে কানেতা আকতার (১৮)।
এলাকাবাসী জানান, ‘প্রায় ৯ মাস ধরে এড. মহি উদ্দিনের বাড়িতে কাজ করে কানেতা আকতার। গত ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় হামুনের তান্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় কক্সবাজার। এরপর বিদ্যুৎ ও নেটওয়ার্কবিহীন হয়ে যায় পুরো জেলা। বিদ্যুতের কারণে পানি না পেয়ে পুকুরে গোসল করতে যায় কানেতা আকতার। সাঁতার না জানায় পানিতে ডুবে মারা যায় সে।’
এড. মহি উদ্দিনের সাথে যোগাযোগ করলে বলেন, ‘বিদ্যুৎ না থাকায় পুকুরে গোসল করতে গিয়ে হয়তো স্লিপ করে পানিতে ডুবে যায় কানেতা আকতার। জানতে পেরে আমরা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।,
গৃহকর্মী কানেতা আকতারের সৎ ভাই আবুল মনজুর বলেন, ‘আমার বোনের মা ছাড়া আর কেউ নেই। ঘটনা শুনে আমরা দৌড়ে এসে দেখতে পায় বোন আর নেই।’
পিএমখালীর স্থানীয় বাসিন্দা সাবের আহমেদ বলেন, ‘কানেতা আকতার পানিতে ডুবে যাওয়ার সময় চিৎকার করে। আমরা হঠাৎ শুনতে পেয়ে দৌড়ে গিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে পুকুরে জাল মারলে জালে আটকা পড়ে সে। এরপর তাকে উদ্বার করে হাসপাতালে পাঠানো হয়।’