কক্সবাজারে পাহাড় ধসে মোহাম্মদ আজম (৬৭) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শহরতলীর বাসটার্মিনাল সংলগ্ন ঝিলংজার পূর্ব লাহারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মোহাম্মদ আজম কঙবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ার বাসিন্দা। তিনি রাতের আঁধারে পাহাড় কেটে ঘর নির্মাণ করছিলেন। এরফলে গতরাতের ভারী বৃষ্টিপাতে সেখানে পাহাড় ধস হয়। পরে মাটি সরিয়ে নেওয়ার সময় আবারও পাহাড় ধস হলে বৃদ্ধ আজম মাটি চাপা পড়েন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরআগে গত ৭ ও ৮ আগস্ট কক্সবাজারের পৃথক স্থানে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মা ও মেয়ে এবং চকরিয়ার বরইতলীতে দুজন মারা যায়।












