কক্সবাজারে পাহাড় কেটে সাবাড়, সরঞ্জাম জব্দ করে এলাকা সিলগালা

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ৯:৪৮ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের কলাতলীর সৈকত পাড়ায় বিশাল পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। পাহাড়ের মাটি বিক্রি করে সমতল ভূমিতে পরিণত করা হচ্ছে। যা প্লট আকারে মোটা অংকের টাকায় বিক্রির পাঁয়তারা করছে পাহাড়খেকো চক্র।

পাহাড় কাটার খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে ওই স্থানে অভিযান চালায় প্রশাসন। কঙবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দ করা হয় মাটি কাঁটার সরঞ্জাম। এ সময় সিলগালা করা হয় এলাকাটি। ইউএনও সম্রাট খীসা বলেন, পাহাড় কাঁটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরকে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব মাটি কাঁটার সরঞ্জাম ছিলো সেগুলো জব্দ করা হয়েছে। এছাড়া এলাকাটি সিলগালা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করে পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং আনসার। এর আগে গত রোববার কঙবাজার পরিবেশ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক আসাদ উদ্দিন মো. আসিফের আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছেন পাহাড় কাটার সঙ্গে জড়িত ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) সম্পাদক নুরুল কবির পাশার বিরুদ্ধে।

পূর্ববর্তী নিবন্ধমাস্টারদা সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসি মঞ্চে শ্রদ্ধাঞ্জলি
পরবর্তী নিবন্ধড. আবু হাসান ভূঁইয়া ইউআইটিএসের নতুন উপাচার্য