কক্সবাজারে পাঁচ মিয়ানমার নাগরিকের ৭ বছরের কারাদণ্ড

ইয়াবা পাচার মামলা

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৪:৪৮ পূর্বাহ্ণ

কক্সবাজারে ৭০ হাজার পিস ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের পাঁচ নাগরিককে ৭ বছরের করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল গত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডিতদের সাজা শেষে নিজ দেশে পুশব্যাক করার জন্য কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন বিচারক। দণ্ডপ্রাপ্তরা হলেন মিয়ানমারের আকিয়াব জেলার মেনজী২ থানার আমির উদ্দিনের ছেলে আলী আকবর, নজির আহমদের ছেলে মো. সেলিম, বনি আমিনের ছেলে নুর আমিন, আহমদ আলীর ছেলে আবদুর রশিদ এবং মৃত সৈয়দের ছেলে মো. আবদুল্লাহ। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডিতরা সিএনজি টেক্সিযোগে ৭০ হাজার পিস ইয়াবা টেবলেট পাচারের সময় আইন শৃক্সখলা বাহিনীর হাতে আটক হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা, মামলার চার্জশিট, আদালতে চার্জ গঠন ও শুনানিসহ সকল বিচারপ্রক্রিয়া শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে ময়লার স্তূপে আগুন
পরবর্তী নিবন্ধ১০ বেডের আউট ডোর থেকে ৮০০ বেডের পূর্ণাঙ্গ হাসপাতাল