কক্সবাজারে পর্যটক অপহরণের ঘটনায় আরও দুজন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৩৮ পূর্বাহ্ণ

কক্সবাজারে পুলিশ পরিচয়ে দুই পর্যটককে অপহরণের পর ‘টর্চার সেলে’ বন্দী রেখে মুক্তিপণ আদায়ের ঘটনায় আরো দুই আসামিকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ।
গত মঙ্গলবার দিবাগত রাতে শহরের পর্যটন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম। গ্রেফতাররা হল কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পাহাশিয়াখালী উত্তর পাড়ার নুর আজিজের ছেলে মো. আশিক (২৬) ও একই এলাকার সিকদার পাড়ার মৃত মনসুর আলীর ছেলে মোবারক আলী (৩০)। এর আগে গ্রেফতার করা হয় মোহাম্মদ রুবেল (৩১) ও মো. সালাউদ্দিন (৩৫) নামের দুই আসামিকে। তারা দুজনই ঘটনাস্থল সী পার্ল-১ আবাসিক হোটেলের কর্মচারী।

পূর্ববর্তী নিবন্ধসাবান-ডিটারজেন্টের খুচরা মূল্য যাচাই হচ্ছে
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে অবৈধ ভারতীয় শাড়িসহ আটক ৩